শিরোনাম

South east bank ad

আমেরিকান দূতাবাসের উদ্যোগে আরএমপির সিআরটি’র সাত সপ্তাহব্যাপী প্রশিক্ষণ

 প্রকাশ: ১৪ অক্টোবর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

আমজাদ হোসেন শিমুল, (রাজশাহী ব্যুরো) :

আমেরিকান দুতাবাসের ‘ইউএস ডিপার্টমেন্ট অব স্টেট এন্টি-টেরোরিজম এ্যাসিস্টেন্স (এটিএ)’ এর উদ্যোগে রাজশাহী মহানগর পুলিশের সাত সপ্তাহব্যাপী ‘ক্রাইসিস রেসপন্স টিম (টিআরটি) মেন্টোরশীপ কোর্স ২০২১-২০২২’ শীর্ষক প্রশিক্ষণ শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সকাল ১০টায় আরএমপি পুলিশ লাইন্স কনফারেন্স রুমে এই প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়। আরএমপি পুলিশ কমিশনার মো. আবু কালাম সিদ্দিক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কোর্সের উদ্বোধন করেন।

এসময় পুলিশ কমিশনার বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘স্বপ্নের সোনার বাংলা’ গড়ার প্রত্যয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত-সমৃদ্ধ দেশে পরিণত করার লক্ষে এগিয়ে যাচ্ছেন। উন্নত-সমৃদ্ধ বাংলাদেশের পুলিশ হিসেবে গড়ে তুলতে প্রধানমন্ত্রীর নির্দেশে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ ড. বেনজীর আহমেদ, বিপিএম (বার) বাংলাদেশ পুলিশের প্রত্যেক সদস্যের জন্য প্রশিক্ষণের আয়োজন করেছেন।

পুলিশ কমিশনার আরও বলেন, রাজশাহীর মহানগর এলাকায় সন্ত্রাস দমন, জঙ্গিবাদ দমন, মাদক-চোরাচালান প্রতিরোধসহ বড় ধরনের সহিংসতা মোকাবেলা করার জন্য ক্রাইসিস রেসপন্স টিম (সিআরটি) গঠন করা হয়েছে। দক্ষতা অর্জনে প্রশিক্ষণের কোন বিকল্প নাই। তাই অত্যন্ত গুরুত্বের সাথে প্রশিক্ষণ গ্রহণের জন্য উপস্থিত প্রশিক্ষণার্থীদের নির্দেশনা প্রদান করেন। যাতে সংকটময় সময়ে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা যায়।

আরএমপি সিআরটিকে এই ধরণের প্রশিক্ষণ প্রদানের আয়োজন করার জন্য আমেরিকান দূতাবাস, ঢাকাসর এটিএ এর প্রশিক্ষকদের ধন্যবাদ জানান তিনি। প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন- এটিএ এর এর Gi James O'dell, Fred Kolberg এবং George Vanderhoof।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) মো. সুজায়েত ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) মো. মজিদ আলী, উপ-পুলিশ কমিশনার (সদর) মো. রশীদুল হাসান, উপ-পুলিশ কমিশনার (লজিস্টিক) মো. সাইফউদ্দীন শাহীন প্রমুখ উপস্থিত ছিলেন।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: