শিরোনাম

South east bank ad

বিদ্যুৎস্পৃষ্টে বিএনপি নেতার ছোট ভাইয়ের মৃত্যু

 প্রকাশ: ১৪ অক্টোবর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

প্রদীপ মোহন্ত, (বগুড়া) :

বগুড়ার নন্দীগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে ইউনিয়ন বিএনপি নেতার ছোট ভাই তোজ্জাম্মেল হক (৪৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) ভোরে উপজেলার বুড়ইল ইউনিয়নের কামুল্ল্যা সরকার পাড়া গ্রামে এঘটনা ঘটে। তিনি ওই গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে ও বুড়ইল ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মোফাজ্জল হোসেন বুলুর ছোট ভাই।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার ভোরে ফজরের নামাজ পড়ে সে গোয়াল ঘর থেকে গরু বের করতে যায়। এসময় তিনি পা পিছলে পরে গিয়ে গোয়াল ঘরের টিনের প্রাচীরের সঙ্গে ধাক্কা খায়। অসাবধানতাবসত গোয়াল ঘরের টিনের প্রাচীরটি বিদ্যুতায়িত হয়ে ছিল, এসময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই সে মারা যায়।

নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: