গফরগাঁওয়ে পূজামন্ডপ পরিদর্শনে ফাহমী গোলন্দাজ বাবেল এমপি
এইচ কবীর টিটো, (গফরগাঁও) :
প্রতি বছর শরতের সময় বাংলাদেশ, ভারত ও নেপালের কোটি কোটি সনাতন ধর্মাবলম্বী তাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা উদযাপন করেন।
বিশ্বের অন্যান্য দেশেও এই উৎসব পালিত হলেও বাঙালীদের কাছে এটি দুর্গা পূজা নামে পরিচিত।
ময়মনসিংহের গফরগাঁওয়ে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গোৎসবের পূজামন্ডপ পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল। গত বুধবার রাত সাড়ে ৮ টার দিকে পৌরশহরের তিনটি পূজামন্ডপ পরিদর্শন করেন তিনি। পরিদর্শনকালে তিনি পূজা মন্ডপের নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং উৎসব মূখর পরিবেশ ও শান্তিপূর্ণ পূজা উদযাপনের সন্তোষ প্রকাশ করেন।
এসময় স্থানীয় সংসদ সদস্য ও পৌর মেয়র তাদের ব্যক্তিগত তহবিল থেকে পূজামন্ডপ প্রতিনিধিদের কাছে নগদ অর্থ প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আশরাফ উদ্দিন বাদল, পৌর মেয়র এস. এম ইকবাল হোসেন সুমন, গফরগাঁও থানার ওসি ফারুক আহমেদ, গফরগাঁও প্রেসক্লাব সাধারণ সম্পাদক আব্দুস ছালাম সবুজ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দিলীপ কুমার রায় ও সাধারণ সম্পাদক অনিল রায় প্রমূখ।