দৌলতখানে পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন এমপি মুকুল ও ডিআইজি
মেহেদী হাসান শরীফ, (নিজস্ব প্রতিনিধি) :
ভোলার দৌলতখানে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন ভোলা-২ আসনের সাংসদ আলহাজ¦ আলী আজম মুকুল ও বরিশাল রেঞ্জ পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) এস এম আক্তারুজ্জামান।
গত বুধবার (১৪ অক্টোবর) রাতে দৌলতখান পৌর শহরের কেন্দ্রীয় (শ্রী শ্রী ঠাকুর মদনমোহন বাউজির মন্দিরসহ উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন তাঁরা।
এসময় প্রাথমকি ও গণশিক্ষা মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির অন্যতম সদস্য এবং ভোলা-২ আসনের সাংসদ আলহাজ¦ আলী আজম মুকুল উপজেলার ৮টি পূজা মণ্ডপ পরিদর্শন করে আয়োজকদের মাঝে তার ব্যক্তিগত তহবিল থেকে নগদ অর্থ প্রদান করেন। এ সময় ডিআইজি দর্শনার্থীদের সঙ্গে কথা বলেন এবং পূজার সার্বিক পরিস্থিতি স¤পর্কে খোঁজ খবর নেন।
পূজা মণ্ডপ পরিদর্শনের সময় সংক্ষিপ্ত বক্তব্যে এমপি মুকুল বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশে বাঙালি হিন্দুদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। সবাই মিলে এ উৎসবকে শান্তিপূর্ণভাবে উদযাপন করা হয়। এসময় উপজেলা পরিষদ চেয়ার্যামন মনজুর আলম খান, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তারেক হাওলাদার, পৌর মেয়র জাকির হোসেন তালুকদার সহ আওয়ামাীলীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।