শিরোনাম

South east bank ad

গৌরীপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

 প্রকাশ: ১৩ অক্টোবর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

মশিউর রহমান কাউসার, (গৌরীপুর) :

ময়মনসিংহের গৌরীপুরে বুধবার (১৩ অক্টোবর) দিনব্যাপি বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে কর্মসূচীর মধ্যে ছিল- আলোচনা সভা, র‌্যালি ও অগ্নি নির্বাপক মহড়া।

উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মারুফের সভাপতিত্বে ও উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আবু রায়হানের সঞ্চালনায় পাবলিক হলে আলোচনা সভায় বক্তব্য দেন, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ হেলাল উদ্দিন আহাম্মদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম, সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহেল রানা পাপ্পু, ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল আমিন জনি, গৌরীপুর প্রেসক্লাবের সদস্য সচিব মশিউর রহমান কাউসার।

এতে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবি, উপজেলা কৃষি অফিসার লুৎফুন্নাহার, মহিলা বিষয়ক কর্মকর্তা সুলতানা বেগম আকন্দ, জনস্বাস্থ্য প্রকৌশলী আব্দুল মান্নান, সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি বেগ ফারুক আহাম্মদ, সাধারণ সম্পাদক ফারুক আহাম্মদ, সাংবাদিক শাহজাহান কবিরসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের সচিবগণ।

আলোচনা ও র‌্যালি শেষে আগুন নেভানোর কৌশল, হতাহতদের উদ্ধার এবং তাৎক্ষণিক করনীয় বিষয়ে ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেলোয়ার হোসেনের নেতৃত্বে এক অগ্নি নির্বাপক মহড়া অনুষ্ঠিত হয়।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: