শিরোনাম

South east bank ad

বগুড়ায় মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু

 প্রকাশ: ১৩ অক্টোবর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

প্রদীপ মোহন্ত, (বগুড়া) :

বগুড়ায় বন্ধুদের সঙ্গে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে হয়ে আবির হোসেন আকাশ (১৮) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার (১৩ অক্টোবর) সকাল ১০টার দিকে শহরের মালগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। আবির হোসেন আকাশ মালগ্রাম জিলাদার পাড়ার বেলাল হোসেনের ছেলে।

আবির হোসেনের চাচা শামীম হোসেন জানান, পাড়ার কয়েকজন বন্ধু মিলে খান্দার এলাকায় মেডিকেল সড়কে ব্রিজের নিচে ডোবায় মাছ ধরতে যায়। তারা বৈদ্যুতিক পাম্প দিয়ে ডোবার পানি সেচ দিয়ে কমিয়ে তাতে মাছ ধরার প্রস্তুুতি নিচ্ছিল। এসময় আবির ডোবার পানিতে বৈদ্যুতিক তারে স্পর্শ করায় স্পৃষ্ট হয়। পরে ওই স্থানের বিদ্যুৎ সংযোগ বন্ধ করে আবিরকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চাচা শামীম হোসেন জানান আবির এবার উচ্চমাধ্যমিক পরীক্ষায় পাস করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করছিলো। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

স্থানীয় স্টেডিয়াম ফাঁড়ি পুলিশের এসআই জাহাঙ্গীর হোসেন এ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: