আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র্যালি ও আলোচনা সভা
মো: আব্দুস ছাত্তার, (ফুলবাড়িয়া) :
ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ও সিপিপির ৫০ বছর পূর্তি উদযাপনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আজ বুধবার সকালে উপজেলা পরিষদ চত্বর হতে র্যালি বের করা হয়।
‘মুজিববর্ষের প্রতিশ্রুতি, জোরদার করি দুর্যোগ প্রস্তুতি’ স্লোগানের আলোকে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল ছিদ্দিক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাখাওয়াত হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমান তালুকদার, উপজেলা নির্বাচন অফিসার মোস্তফা কামাল, পিআইও অফিসের সহকারী প্রকৌশলী আসলাম জুয়েল প্রমুখ।