আজ মহাঅষ্টমী নাটোরের মন্দিরে মন্দিরে চলছে পূজা অর্চনা অঞ্জলি প্রদান
মো: রবিউল ইসলাম, (নাটোর):
দর্পণে দেবীকে মহাস্নান, চক্ষুদানে দেবীর মৃণ্ময়ীতে প্রাণ প্রতিষ্ঠা ও সপ্তমীবিহীত পূজার মধ্য দিয়ে গতকাল শেষ হয়েছে সপ্তমী তিথি।
আজ মহাঅষ্টমী। বুধবার সকাল ৮টা ৫৯ মিনিটে একইসাথে নাটোরের সকল মন্দিরে দেবীর মহাষ্টমী কল্পারম্ভ ও বিহিত পূজা শুরু হয়। তবে অষ্টমীর মূল আকর্ষণ কুমারী পূজা করোনাভাইরাস পরিস্থিতির কারণে এবারও নাটোরে হচ্ছে না বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
এছাড়া মহাঅষ্টমীতে রাত ১১টা ৫৪ মিনিটে সন্ধি পূজা শুরু হবে ও সমাপনী হবে রাত ১২টা ৪২ মিনিটে। অষ্টমী ও নবমী তিথির সন্ধিক্ষণে এই সন্ধিপূজা অনুষ্ঠিত হয়। তাছাড়া এদিন দুপুরে থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন মন্দিরে মহাপ্রসাদ বিতরণ করা হবে।
মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে গত সোমবার শুরু হয় পাঁচ দিনব্যাপী সর্বজনীন শারদীয় দুর্গোৎসব। বিজয়া দশমীতে দেবী বিসর্জনের মধ্য দিয়ে আগামী ১৫ অক্টোবর দুর্গোৎসব শেষ হবে।