ত্রিশালে শ্রমিক লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা
আব্দুল্লাহ আল ফাহাদ, (ত্রিশাল) :
জাতীয় শ্রমিক লীগের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহের ত্রিশালে এক বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১২ অক্টোবর) বিকেলে ত্রিশাল পৌরসভার কার্যালয় থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন ।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি সোহেল মাহমুদ সুমন, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মাজাহারুল ইসলাম সুমন, বিশিষ্ট সমাজ সেবক মশিউর রহমান দীপক, আজহার বিএসসি, বিশিষ্ট ব্যবসায়ী আনোয়ার সাদাত মঞ্জু, ত্রিশাল বাজার বিশিষ্ট ব্যবসায়ী এনামুল হক, পৌর বাজারের ইজারাদার মোতাহার হোসেন মুতা, রাশেদুল হাসান রাশেদ প্রমুখ।