শিরোনাম

South east bank ad

মাথায় গাছ পড়ে শ্রমিক নিহত

 প্রকাশ: ১২ অক্টোবর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

সাঈদ আহম্মেদ সাবাব, (শেরপুর) :

শেরপুরের নালিতাবাড়ীতে গাছ কাটতে গিয়ে সেই গাছ মাথায় পড়ে আব্দুল মতিন (৫৫) নামে এক গাছকাটা শ্রমিক নিহত হয়েছেন। নিহত শ্রমিকের বাড়ি উপজেলার নালিতাবাড়ী ইউনিয়নস্থ ভেদিকুড়া গ্রামে। আজ (মঙ্গলবার) বেলা দেড়টার দিকে উপজেলার সালেহাবাদ (কৃষ্ণপট্টি) গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী শ্রমিকরা জানায়, ওই গ্রামের কৃষক আমিন এর বেশকিছু বিভিন্ন প্রজাতির গাছ স্থানীয় কাঠ ব্যবসায়ী জামরুল ক্রয় করেন। ক্রয়কৃত ওইসব গাছ কেটে ফেলতে চুক্তি নেন নিহত শ্রমিক মতিন সহ ৬ শ্রমিক। পরে সোমবার গাছকাটার এক পর্যায়ে একটি বড় রেইন্ট্রি গাছ কেটে রশি ধরে টান দেন তিন শ্রমিক। টানে গাছটি পড়ে গেলে অন্য দুই শ্রমিক সরে গেলেও আব্দুল মতিনের মাথায় পড়ে। এতে মাথা থেতলে মগজ বেড়িয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান মতিন। পরে সঙ্গে থাকা শ্রতিকরা দ্রুত তাকে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: