প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সরকারের সার্বিক প্রস্তুতি রয়েছে : ত্রাণ প্রতিমন্ত্রী
আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আজ সোমবার এক গোলটেবিল বৈঠকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা: মো: এনামুর রহমান বলেছেন, যে কোন প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় বর্তমান সরকারের সার্বিক প্রস্তুতি রয়েছে।
যুগান্তর কার্যালয়ে অনুষ্ঠিত এই গোলটেবিল বৈঠকে যুগান্তর সম্পাদক সাইফুল আলম, মন্ত্রনালয়ের সচিব মো: মোহসীন, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মো: আতিকুল হক, প্রফেসর ড. কাজী খলীকুজ্জামান আহমদ, প্রফেসর ড. আইনুন নিশাত, প্রফেসর ড. নূরুল ইসলাম নাজেম, বিগ্রেডিয়ার জেনারেল সাজ্জাদ হোসেন, মহাপরিচালক, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, আহমেদুল হক, পরিচালক, সিপিপি, সাইদুর রহমান, প্রতিষ্ঠাতা সাকিব নবী, এনামুল মাজিদ খান, কান্ট্রি ডিরেক্টর, অক্সফাম, পংকজ কুমার, কান্ট্রি ডিরেক্টর, ক্রিস্টিয়ান এইড, হাফিজা খান, ডব্লিউএফপি, মিজানুর রহমান ভূঁইয়া, এম আবদুস সালাম, নির্বাহী প্রধান, গণউন্নয়ন কেন্দ্র (জিইউকে), কেরামত উল্লাহ বিপ্লব, এটিএনবাংলা, মো: আফতাব হোসেন - কোঅর্ডিনেটর - গণ উন্নয়ন কেন্দ্র, মো: মিজানুর রহমান, অভিজিৎ রায়, ফ্রেডরিক শুভ্রনাথ - অক্সফাম, মো: ইকবাল - ডব্লিউএফপি, মো: ইরফান মন্ডল, যুগান্তরের ডেপুটি এডিটর এহসানুল হক বাবু প্রমূখ বক্তব্য রাখেন।
প্রেস বিজ্ঞপ্তি