জেলেদের মাঝে ভিজিএফ চাল বিতরণ করেন এমপি বকুল
মো: রবিউল ইসলাম, (নাটোর):
নাটোরের লালপুরে ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ইলিশ আহরণ নিষিদ্ধ সময়ে বিরত থাকা জেলেদের মাঝে চাল বিতরণ করা হয়েছে।
সোমবার দুপুরে ২নং ঈশ্বরদী ইউনিয়নের হলরুমে উপজেলা মৎস্য অফিসের আয়োজনে জেলেদের মাঝে এ খাদ্য সহায়তা হিসেবে চাল বিতরণ করেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।
এসময় ২০০ জন জেলেদের মাঝে মানবিক খাদ্য সহায়তার আওতায় ভিজিএফএ’র ২০ কেজি করে চাল বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নিবাহী কর্মকর্তা (দায়িত্বপ্রাপ্ত) শাম্মী আক্তার, ২নং ঈশ্বরদী ইউনিয়নের চেয়ারম্যান আমিনুল ইসলাম জয়, জেলা মৎস্য কর্মকর্তা আবু সামা, লালপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক সহ প্রমূখ।
খাদ্য সহায়তা বিতরণ অনুষ্ঠানে বক্তারা বলেন, ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিন ইলিশ প্রজনন মৌসুমে নদীতে জাল ফেলে ইলিশ আহরণসহ যে কোন ধরনের জাল ফেলা নিষিদ্ধ করেছে সরকার।
তাই এসময় সকল জেলের নদীতে না নামতে ও ইলিশ না ধরতে অনুরোধ জানান। সেই সাথে নদীতে সরকারি আদেশ অমান্য করে যদি কেউ জাল ফেলে মা ইলিশ ধরার চেষ্টা করে তাহলে তাদের অইনের আওতায় এনে শাস্তির ব্যাবস্থা করা হবে বলে জানান বক্তারা।