টুঙ্গিপাড়ায় মাসকলাই বীজ ও সার বিতরণ
মেহের মামুন, (গোপালগঞ্জ) :
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ২০২১-২২ অর্থ বছরে প্রনোদনা কর্মসূচীর আওতায় ১১০ জন কৃষকদের মাঝে মাসকলাই বীজ ও সার বিতরণ করা হয়েছে।
সোমবার (১১ সেপ্টেম্বর) বিকালে টুঙ্গিপাড়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্ত্বরে স্থানীয় কৃষকদের মাঝে এ মাসকলাই বীজ ও সার বিতরণ করা হয়। এ সময় টুঙ্গিপাড়া উপজেলা ভাইস চেয়ারম্যান অসিম কুমার বিশ্বাস, সহকারী কমিশনার (ভূমি) মো: দেদারুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মো: জামাল উদ্দিনসহ অনেকে উপস্থিত ছিলেন।