ফুলবাড়িয়া পৌরসভায় চাল বিতরণে পৌর মেয়র মো. গোলাম কিবরিয়া
মো: আব্দুস ছাত্তার, (ফুলবাড়িয়া) :
কোভিড-১৯ সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থদের সাহায্যার্থে ফুলবাড়িয়া পৌর এলাকায় মানবিক সহায়তা ত্রাণ কার্য (চাল) বিতরণ করা হয়েছে।
আজ সোমবার সকালে পৌরসভা কার্যালয় হতে ১০কেজি করে ২০মে. টন চাউল বিতরণ করা হয়। বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন পৌর সভার মেয়র আলহাজ¦ মো. গোলাম কিবরিয়া।
এ সময় পৌর সচিব হারুনুর রশিদ, ২নং ওয়ার্ড কাউন্সিলর শামীম আহমেদ, টেক অফিসারের প্রতিনিধি মৎস্য অফিসের মো. নজরুল ইসলাম সহ সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলরবৃন্দ ও পৌর সভার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।