শিরোনাম

South east bank ad

সেতুমন্ত্রীর ব্যঙ্গ ছবি পোস্ট দেয়ার অভিযোগে যুবক গ্রেপ্তার

 প্রকাশ: ১১ অক্টোবর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

শামীম আলম, (জামালপুর) :

জামালপুর জেলার মাদারগঞ্জে উপজেলায় ফেসবুকে আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ব্যঙ্গ ছবি পোস্ট দেয়ার অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ।

রোববার সন্ধ্যায় মাদারগঞ্জ উপজেলার এক যুবদল কর্মী তার নিজ ফেইসবুক আইডিতে আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরর ব্যঙ্গ ছবি পোস্ট দেয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় রিগেন (৩৫) নামে এক যুবদল কর্মীকে আটক করেছে পুলিশ।

মামলার সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যায় রিগেন তার নিজ ফেসবুক আইডিতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রীকে ব্যঙ্গ করে একটি ছবি পোস্ট দেন। পরে বিষয়টি আদারভিটা ইউনিয়ন আওয়ামী লীগ নেতাদের নজরে পড়ে। এ ঘটনায় নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরে রাতে ইউনিয়ন যুবলীগের সভাপতি আতিকুর রহমান আতিক দলের সাধারণ সম্পাদকের মর্যাদা ক্ষুণ্ন হওয়াই রিগেনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মাদারগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করেন। পরে রাতেই রিগেনকে আটক করে পুলিশ। রিগেন মাদারগঞ্জের রইচ আকন্দের ছেলে। রিগেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের একজন কর্মী।

মামলার বাদি ও ইউনিয়ন যুবলীগের সভাপতি আতিকুর রহমান আতিক বলেন, আমার দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে নিয়ে ফেসবুকে ব্যঙ্গ চিত্র পোস্ট করা হয়েছে। এতে তার মর্যাদা ক্ষুণ্ন হয়েছে।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত যুবককে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: