বাগেরহাটে ১৫৫ মন্দিরে শেখ তন্ময় এমপির অনুদান
এস এম সামছুর রহমান, (বাগেরহাট) :
দূর্গা পূজা উপলক্ষে বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময়ের পক্ষ থেকে বাগেরহাট সদর ও কচুয়া উপজেলার ১৫৫টি সার্বজনিন মন্দিরে অনুদান দেওয়া হয়েছে। বিকালে রেল রোডস্থ বাগেরহাট জেলা আওয়ামী লীগের কার্যালয়ে বিভিন্ন মন্ডপের প্রতিনিধিদের হাতে অনুদানের টাকা তুলে দেওয়া হয়।
এসময় বাগেরহাট জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি অ্যাড. শাহ ই আলম বাচ্চু, সহ-সভাপতি অ্যাড. ফরিদ উদ্দীন, সাধারণ সম্পাদক এ্যাড. ভুইয়া হেমায়েত উদ্দিন, যুগ্ন সাধারণ সম্পাদক সরদার ফখরুল আলম সাহেব, বাগেরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক এ্যাড. মিলন ব্যানার্জীসহ আওয়ামী লীগ ও পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বাগেরহাট সদর উপজেলার ১০০, পৌরসভার ১৩টি এবং কচুয়া উপজেলার ৪২টি মন্ডপে নগদ ১০ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়।