রাকাব-এর নতুন নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন
আমজাদ হোসেন শিমুল, (রাজশাহী ব্যুরো) :
রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক-রাকাব এর নতুন নিয়োগপ্রাপ্ত ঊর্ধ্বতন কর্মকর্তাদের ৩০তম ব্যাচের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্র্সের উদ্বোধন করা হয়েছে। রবিবার (১০ অক্টোবর) সকালে ব্যাংটির প্রশিক্ষণ ইনস্টিটিউটে ৩০ দিনব্যাপী এ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়। রবিবার (১০ অক্টোবর) ব্যাংকটির জনসংযোগ কর্মকর্তা মো. জামিলের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়- আয়োজিত প্রশিক্ষণ কোর্সে ৯জন ঊর্ধ্বতন কর্মকর্তা ও ২১ জন্য কর্মকর্তাসহ মোট ৩০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করছেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী উপস্থিত থেকে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন রাকাব পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও সরকারের সাবেক সিনিয়র সচিব মো. রইছউল আলম মন্ডল।
রাকাব প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ সুব্রত কুমার সরকার এর সভাপতিত্বে প্রশিক্ষণ কোর্সে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. ইসমাইল হোসেন ও প্রশাসন মহাবিভাগের মহাব্যবস্থাপক মো. জয়নাল আবেদীন।