রাজশাহীতে তিন ইমো হ্যাকার গ্রেপ্তার
আমজাদ হোসেন শিমুল, (রাজশাহী ব্যুরো) :
রাজশাহীতে অভিযান চালিয়ে তিন ইমো হ্যাকারকে গ্রেপ্তার করেছে র্যাব-০৫।
গত শনিবার দিবাগত মধ্যরাত থেকে ভোররাত পর্যন্ত রাজশাহী নগরীর চন্দ্রিমা থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে। রবিবার (১০ অক্টোবর) দুপুরে র্যাব-৫ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- নাটোরের লালপুর উপজেলার বিলমারিয়া গ্রামের মৃত সামাদ বিশ্বাসের ছেলে শাকিব বিশ্বাস (১৯), হরিরামপুর গ্রামের আলম হোসেনের ছেলে মো. আল-আমিন (২০) এবং মমিনপুর গ্রামের জাফর আলীর ছেলে মেহেদী আলী (২১)।
প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়, র্যাব-৫ এর নাটোর ক্যাম্পের একটি দল এ অভিযান পরিচলান করে। এসময় তাঁদের কাছ থেকে ২১টি মোবাইল ফোন, ৪৯টি সীমকার্ড, চারটি মেমোরি কার্ড, দুটি ল্যাপটপ, একটি ক্যামেরা, একটি টেলিফোন সেট, নগদ ৪৫ হাজার টাকাসহ আরও নানাকিছু জব্দ করা হয়েছে। অভিযানের সময় আরও তিনজন ইমো হ্যাকার পালিয়ে গেছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার তিনজন জানিয়েছেন, তাঁরা দীর্ঘদিন যাবৎ ইলেকট্রনিক ডিভাইস ও ইন্টারনেট সংযোগ ব্যবহার করে প্রবাসীসহ দেশের বিভিন্ন প্রান্তের ‘ইমো ব্যবহারকারীদের ইমো হ্যাক করতেন। পরবর্তীতে ভিকটিমের পরিচিতজনদের নিকট হতে প্রতারণাপূর্বক বিকাশের মাধ্যমে অর্থ হাতিয়ে নিতেন। এদের বিরুদ্ধে চন্দ্রিমা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করা হয়েছে এবং সেই মামলায় তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।