শিরোনাম

South east bank ad

রংপুরে ২৫ কেজি গাঁজা উদ্ধার, আটক ২

 প্রকাশ: ১০ অক্টোবর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

আমিনুল ইসলাম জুয়েল, (রংপুর) :

রংপুরের কাউনিয়ায় একটি পিকআপ ভ্যান তল্লাশি করে আলুর বস্তার ভিতরে লুকিয়ে রাখা অবস্থায় ২৫ কেজি গাঁজা উদ্ধারসহ দুইজনকে আটক করেছে পুলিশ।

রোববার (১০ অক্টোবর) সকালে কুড়িগ্রাম-লালমনিরহাট সড়কে উপজেলার হলদিবাড়ি এলাকা থেকে এসব গাঁজা উদ্ধার করা হয়।
আটকরা হলেন- বরিশালের দেলোয়ার হোসেনের ছেলে রবিউল ইসলাম (২৮) ও পটুয়াখালীর আব্দুল মতিনের ছেলে সোহেল মিয়া (২৬)।

পুলিশ জানায়, রোববার সকাল ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ওই সড়কের হলদিবাড়ি এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায় পুলিশ। এ সময় কুড়িগ্রাম থেকে আসা আলুবোঝাই একটি পিকআপ (ঢাকা মেট্রো-ন ১৪-৩৩১০) থামিয়ে তল্লাশিকালে আলুর বস্তার ভিতর থেকে ২৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। আটক করা হয় পিকআপের চালক ও হেলপারকে।

কাউনিয়া থানার ওসি মাসুমুর রহমান বলেন, পিকআপ ভ্যান থেকে ২৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আটক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: