শিরোনাম

South east bank ad

ঝালকাঠির ১৭১টি দূর্গাপুজা মন্ডপে চলছে সাজ-সজ্জা, প্রতিমা বরণের অপেক্ষা

 প্রকাশ: ১০ অক্টোবর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

মোঃ রাজু খান, (ঝালকাঠি) :

শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের বৃহত্তর ধর্মীয় উৎসব দুর্গা পূজা। আর প্রতিমায় রং তুলি ও আলোক সজ্জার কাজ শেষে এখন মন্ডপে মন্ডপে প্রতিমা বরণের কাজ। এ বছর জেলার দুটি পৌরসভা ও ৪টি উপজেলার ১৭১টি মন্ডপে দুর্গাপূজা উদযাপন হতে চলছে। এসব পূজা মন্ডপে কারিগরদের নিপূণ হাতের ছোঁয়ায় সজ্জিত হচ্ছে দেবীদুর্গা সহ অন্যান্য দেবী-দেবতা।

আগামী ১১ অক্টোবর মহা ষষ্ঠীর মাধ্যমে শুরু হয়ে ১৫ অক্টোবর দশমী তিথিতে প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে শেষ হবে এ উৎসব। প্রতিটি মন্ডপেই দর্শক ও ভক্তবৃন্দদের আকৃষ্ট করতে সাজ সজ্জায় ও অরাধনা কর্মসূচী পালনে রয়েছে নতুন রূপ। পূজায় দেবী দুর্গাকে বরণ করতে ভক্তরা উদগ্রীব। তাদের আয়োজনও কম নয়। বড়দের পাশাপাশি ছোটদের আনন্দ আরো বেশি। নতুন জামা-কাপড় কিনতে কাপড়ের দোকানগুলোতে ভীড় জমাচ্ছে হিন্দু ধর্মালম্বী নারী-পুরুষেরা।

এদিকে উৎসাহ-উদ্দীপনা ও সৌহাদর্যপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদ্যাপনের লক্ষ্যে জেলা প্রশাসন থেকে সহযোগিতা করা হয়েছে। এছাড়া স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। কয়েকটি পূজামন্ডপ ঘুরে দেখা যায়, কাদা-মাটি, বাঁশ, খড়, সুতলি দিয়ে শৈল্পিক ছোঁয়ায় তিলতিল করে গড়ে তোলা হয়েছে দেবীদুর্গা সহ অন্যান্য দেবী- দেবতা।

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খলিলুর রহমান জানান, পূজা উপলক্ষে আমরা প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি। মন্ডপে পুলিশের পাশাপাশি আনসার ও গ্রাম পুলিশের সদস্যরাও কাজ করবে। আমরা মন্দির কর্তৃপক্ষ গুলোর সাথে নিয়মিত আলোচনা করছি এবং সমন্বয় করছি। প্রতিটি মন্ডপে আনসার ও গ্রাম পুলিশ সদস্যরা ২৪ ঘন্টা ডিউটি করবে এবং আমাদের পুলিশ সদস্যরা টহল ডিউটিতে থাকবে। আশা করছি প্রতি বছরের মত এবারও সুষ্ঠ ও সুন্দরভাবে এই ধর্মীয় উৎসব শেষ হবে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: