কাবাডিতে বহুবার স্বর্ণ পদক পেয়েছেন দুলু পুলিশ
আব্দুল্লাহ আল ফাহাদ, (ত্রিশাল) :
ত্রিশালের দুলু পুলিশ বহুবার স্বর্ণ পদক পেয়েছেন কাবাডি খেলায়। বর্তমানে কাবাডি আন্তর্জাতিকভাবেও বেশ জনপ্রিয়তা অর্জন করেছে। এই খেলা সাধারণত কিশোর থেকে শুরু করে প্রাপ্তবয়স্ক ছেলেরা খেলে থাকে। সাধারণত বিশেষ উৎসব জমজমাট আয়োজনের মধ্য দিয়ে কাবাডি খেলার আয়োজন করা হয়ে থাকে।
দেশ-বিদেশে কাবাডি খেলে কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন ময়মনসিংহের ত্রিশাল উপজেলার রামপুর ইউনিয়নের বাহাদুরপুর চকরামপুর এলাকার অবসরপ্রাপ্ত পুলিশ আশরাফুল ইসলাম দুলু।
তিনি শুধু বাংলাদেশ নয় আন্তর্জাতিক পর্যায়ে কাবাডি খেলায় একাধিকবার অংশগ্রহণ করে স্বর্ণ পদক জিতেছেন। আশরাফুল আলম দুলু ১৯৮৮ সালে পুলিশ বাহিনীতে কাবাডি খেলোয়াড় হিসেবে যোগদান করেন।
এরপর ১৯৯১ সালে থেকে ২০১৯ সাল পর্যন্ত দেশ-বিদেশে কখনো খেলোয়ার হিসাবে আবার কখনো কোচ হিসাবে সর্বমোট ১০টি স্বর্ণপদক ও ৪ টি রৌপ্য সহ দুটি ব্রোঞ্জ পদক পেয়েছেন।
জানা গেছে, আশরাফুল ইসলাম দুলু বিভিন্ন কাবাডি প্রতিযোগিতায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ, বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ জাতীয় কাবাডি দলের পক্ষে খেলোয়াড় অধিনায়কের দায়িত্ব পালন ও একাধিকবার শ্রেষ্ঠ খেলোয়ারের পুরস্কার অর্জন করেন।
১৯৮৯ সাল থেকে ২০০৭ সাল পর্যন্ত ঢাকা মেট্রোপলিটন পুলিশ কাবাডি দলের নিয়মিত খেলোয়াড় অধিনায়ক ছিলেন এবং একাধিকবার শ্রেষ্ঠ খেলোয়ার হিসাবে চ্যাম্পিয়ন অর্জন করেন।
১২ তম এশিয়ান গেমস ১৯৯৪ সালে হিরোশিমা জাপানে রৌপ্য পদক জিততে সক্ষম হয়। ১৯৯৭ সালে জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ টুনামেন্ট অংশগ্রহণ এবং জাপান দলকে পরাজিত করে স্বর্ণপদক পান।
এছাড়াও তিনি ২০১০ সালে থেকে ২০২১ সাল পর্যন্ত বিভিন্ন দেশে কোচ হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন।
পুলিশ বাহিনী থেকে অবসরে গেলেও বিগত সময়ে নিষ্ঠা ও সততার সাথে কর্তব্য পালন করায় তিনি বর্তমানে ১৯ তম এশিয়ান গেমস ২০২২ সালের প্রশিক্ষণ ক্যাম্পে বাংলাদেশ জাতীয় পুরুষ কাবাডি দলের কোচ হিসাবে নিযুক্ত আছেন।
আশরাফুল ইসলাম জানান, অবসরে গেলেও খেলাধুলার পাশাপাশি আওয়ামীলীগের আদর্শে বিশ্বাসী হয়ে এলাকার অসহায় মানুষের পাশে থেকে কাজ করতে চায়।