শিরোনাম

South east bank ad

শার্শার কায়বায় আওয়ামীলীগের বিশাল জনসভা

 প্রকাশ: ০৯ অক্টোবর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

মোঃ জামাল হোসেন, (বেনাপোল) :

যশোরের শার্শা উপজেলার কায়বাইউনিয়নে আওয়ামীলীগের উদ্যোগে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৯ অক্টোবর) বিকাল ৪টায় সময় চালিতাবাড়িয়া হাইস্কুল মাঠে কায়বা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও স্থানীয় চেয়ারম্যান ফিরোজ হাসান টিংকুর সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক শরিফুল ইসলামের সঞ্চালনায় বিশাল এই জনসভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন যশোর-১(শার্শা) আসনের এমপি আলহাজ¦ শেখ আফিল উদ্দিন।

আলহাজ্ব শেখ আফিল উদ্দিন বলেন, তিনি বলেন, ইউপি নির্বাচনকে সামনে রেখে বিদ্রোহী প্রার্থী নিয়ে বিপাকে পড়েছে আওয়ামী লীগ। দলের প্রার্থীরা এখন একে অপরের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে প্রচারণা চালাচ্ছেন। বিপরীতে দলীয় প্রার্থী মনোনয়ন না করালেও গোপনে বিশেষ কাউকে সমর্থন করার চেষ্টায় আছেন বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীরা। এ কারণে বিদ্রোহীদের প্রচারণা বন্ধ করে দলীয় প্রার্থীর পক্ষে কাজ করার অনুরোধ জানানো হচ্ছে।

তিনি বলেন, শেখ হাসিনার সরকার বাংলাদেশের ইতিহাসে শ্রেষ্ঠ সরকার। এই সরকারের আমলে দেশের যত উন্নয়ন হয়েছে তা ইতিহাসযোগ্য। এর আগে কোনো সরকার এত উন্নয়ন করতে পারেনি। ঘরে ঘরে বিদ্যুৎ, গ্রামে-গঞ্জে সড়ক, সেতু কালভার্টে ভরপুর যা একসময় মানুষ কল্পনা করতে পারেনি। সরকার যেখানে যা প্রয়োজন সব করছে। এসব উন্নয়ন অব্যাহত থাকবে এবং গ্রামকে শহরে রূপান্তর করা হবে।

জনসভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা আওয়ামীলীগের সভাপতি উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, ঝিকরগাছা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মুসা মাহমুদ, শার্শা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ ইব্রাহিম খলিল, মহিলা ভাইস চেয়ারম্যানআলেয়া ফেরদৌস, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, বেনাপোল পৌর আওয়ামীলীগের সভাপতি এনামুল হক মুকুল ও সাধারন সম্পাদক নাসির উদ্দিন,উপজেলা যুবলীগের সভাপতি অহিদুজ্জামান অহিদ,সাংবাদিক আসাদুজ্জামান আসাদ, শার্শা উপজেলা ছাত্রলীগ সভাপতি আব্দুর রহিম সরদার ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন রাসেল প্রমুখ।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: