মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিদায় সংবর্ধনা
শেখ জাহান রনি, (মাধবপুর) :
হবিগঞ্জের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬ জন স্বাস্থ্য কর্মচারির বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত।
শনিবার (৯ অক্টোবর) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তন কক্ষে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। মোঃ জিয়াউর রহমান স্বাস্থ্য সহকারীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ইশতিয়াক মামুন। বিদায়বৃন্দরা হল (অবসর জনিত) পরিমল চন্দ্র দেব-এইচআই, নেপাল চন্দ্র পাল-এইচআই, মোঃ আমির আলী-এইচআই, মোঃ এখলাছুর রহমান-এইচআই, অরবিন্দ আচার্য্য -এ,এইচআই, মোঃ আবু তাহের- এ,এইচআই পরে ডাঃ ইশতিয়াক মামুন বিদায়ীদের মাঝে সম্মাননা স্মারক তুলে দেন।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মোঃ তাজুল ইসলাম সহ স্বাস্থ্য পরিদর্শক, ইসমাইল হোসেন, সহ স্বাস্থ্য পরিদর্শক, ইদ্রিস মিয়া,সহ স্বাস্থ্য পরিদর্শক, মোঃ হুমায়ুন,সভাপতি, বাংলাদেশ স্বাস্থ্য সহকারী এসোসিয়েশন, মাধবপুর উপজেলা শাখা, মোস্তফা টিপু সুলতান চৌধুরী, সম্পাদক বাংলাদেশ স্বাস্থ্য সহকারী এসোসিয়েশন, মাধবপুর উপজেলা শাখা। মাহমুদুল হাসান মামুন সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ স্বাস্থ্য সহকারী এসোসিয়েশন, মাধবপুর উপজেলা শাখা। আব্দুল আহাদ স্বাস্থ্য সহকারী, নাজমা বেগম স্বাস্থ্য সহকারী, আসিফ আহমেদ স্বাস্থ্য সহকারী। আব্দুল মতিন স্বাস্থ্য সহকারী সহ প্রমূখ।