ফুলবাড়িয়ায় তৃতীয় ধাপে ভূমিহীনদের ঘর নির্মানের সম্ভাব্য স্থান পরিদর্শন
মো: আব্দুস ছাত্তার, (ফুলবাড়িয়া) :
ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার এনায়েতপুর ইউনিয়নের বেতবাড়ি গ্রামে প্রধান মন্ত্রীর উপহার ভূমিহীনদের জন্য ঘর নির্মানের সম্ভাব্য স্থান পরিদর্শন করেন ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার মোঃ শফিকুর রেজা বিশ্বাস। আজ শনিবার দুপুরে তাঁর নেতৃত্বে একটি টিম সম্ভাব্য স্থান পরিদর্শন করেন।
এ সময় ময়মনসিংহ জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মালেক সরকার, উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল ছিদ্দিক, সহকারী কমিশনার (ভূমি) দিলরুবা ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে অত্র উপজেলায় প্রথম ধাপে ৫০জন ও দ্বিতীয় ধাপে ৭০জন ভূমিহীন কে প্রধানমন্ত্রীর উপহার হিসাবে ঘর দেওয়া হয়।