শিরোনাম

South east bank ad

সাতক্ষীরায় বস্ত্র ব্যবসায়ী মালিক সমিতির সংবাদ সম্মেলন

 প্রকাশ: ০৯ অক্টোবর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

এমএ জামান, (সাতক্ষীরা) :

অবৈধভাবে সাতক্ষীরা শহরের প্রাণ সায়ের খালপাড় দখল করে পরিবেশ নষ্ট এবং নিম্নমানের কাপড় বিক্রয় করে ক্রেতাদের ঠকানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে উক্ত সংবাদ সম্মেলনের আয়োজন করেন, বস্ত্র ব্যবসায়ী মালিক সমিতি সভাপতি মোঃ গোলাম রসুল।

সংবাদ সম্মেলনে তিনি তার লিখিত বক্তব্যে বলেন, সাতক্ষীরাবাসীর প্রাণ হচ্ছে প্রাণ সায়র খাল। সম্প্রতি সরকার কোটি টাকা খরচ করে প্রাণ সায়ের খাল খনন ও খালের দুইপাড়ের অবৈধ দখলদারদের উচ্ছেদ করেছেন। কিন্তু খননের কয়েক মাস পরেই আবারো খালের দুইপাড় দখলের উৎসবে মেতে উঠেছেন কিছু অসাধু ব্যক্তি। বিশেষ করে শহরের সুলতানপুর বড়-বাজার থেকে থানা মসজিদ পর্যন্ত কাপড়ের ব্যবসা পরিচালিত হয়। কিন্তু সম্প্রতি কিছু অসাধু ব্যক্তি সাবেক পৌর মেয়র আব্দুল জলিল সাহেবের বাড়ির পূর্ব পাশে (ওয়ান ব্যাংকের সামনে) প্রাণ সায়র খালপাড় দখল করে নিম্নমানের কাপড় বিক্রয় করে যাচ্ছেন। ইতিমধ্যে তাদের ধোকায় পড়ে অনেক ক্রেতা ঠকেছেন। এ নিয়ে প্রায়ই তাদের সাথে ক্রেতাদের ঝগড়া বিবাদ লেগে থাকে। সম্প্রতি একজন মহিলা ক্রেতাকে তারা মারপিটও করেছেন। খালপাড় দখল করে তারা খুটিপুতে সেখানে অস্থায়ীভাবে দোকান দিয়ে প্রতিনিয়ত ময়লা আজর্বনা প্রাণ সায়ের খালে ফেলে পরিবেশ দূষিত করছে।

তিনি বলেন, আমরা সাতক্ষীরা বস্ত্র ব্যবসায়ী মালিক সমিতির সদস্যরা নিয়মিত সরকারের ভ্যাট ও ট্রাক্স প্রদান করে বৈধভাবে ব্যবসা পরিচালনা করি। কিন্তু ওই সকল ব্যক্তিরা মিথ্যা প্রলোভনে ক্রেতাদের আকৃষ্ট করার কারণে আমারও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছি। অথচ আমরা লক্ষ লক্ষ টাকা ঋণ নিয়ে ব্যবসা পরিচালনা করে ক্রেতাদের সর্বোচ্চ সেবা দিয়ে গুনতম মানের কাপড় দেওয়ার চেষ্টা করি। কিন্তু খালপাড়ের অবৈধ দোকানদারদের কাছ থেকে নিম্ন মানের কাপড় কিনে একদিকে যেমন প্রতারিত হচ্ছেন। অন্যদিকে, ক্রেতারা আমাদের মার্কেট থেকে কাপড় কিনতে আগ্রহ হারাচ্ছেন। এর ফলে আমাদের ব্যবসায়ীক সুনাম নষ্ট হচ্ছে।

তিনি আরো বলেন, ইতিপূর্বে আমরা সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসকের অনুমতি নিয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবিতে সদর এ্যাসিল্যান্ড বরাবর আবেদন করি। কিন্তু দীর্ঘদিন অতিবাহিত হলেও এঘটনায় কোন ব্যবস্থা গ্রহণ না করায় আমরা হতাশাগ্রস্থ হয়ে পড়েছি। সংবাদ সম্মেলন থেকে তিনি এ সময় সাতক্ষীরা বস্ত্র ব্যবসায়ীদের পক্ষ থেকে প্রাণ সায়ের খালপাড় দখলকারী ওই সকল অসাধু ব্যবসায়ীদের দ্রুত উচ্ছেদ পূর্বক প্রাণ সায়ের খাল রক্ষা এবং বস্ত্র ব্যবসায়ীদের ক্ষতির হাত রক্ষা করতে জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: