গোসল করতে গিয়ে একই পুকুরে ডুবে চাচাতো ভাই-বোনের মৃত্যু
ইকরামুল আলম, (ভোলা) :
ভোলার সদর উপজেলায় পুকুরে গোসল করতে গিয়ে একই সাথে পানিতে ডুবে মো. জাহিদুল ইসলাম (৬) ও রেহানা (৫) নামের দুই চাচাতো ভাই-বোন নিহত হয়েছে। নিহত জাহিদুল ইসলাম উপজেলার ইলিশা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের দক্ষিণ ইলিশা গ্রামের মো. জসিমের ছেলে ও নিহত রেহানা একই এলাকার খোকন মাঝির মেয়ে। এরা দুই জন চাচাতো ভাই-বোন।
শনিবার দুপুরের দিকে ওই এলাকার কালু মিয়ারহাট সংলগ্ন মাঝি বাড়িতে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এতে ওই এলাকায় শোকের ছায়া নেমে আসে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, দুপুরের দিকে জাহিদুল ও রেহনা বাড়ির পুকুরে গোসল করতে যায়। এসময় প্রথমে জাহিদুল পানিতে ডুবে যায়। এ সময় উপরে থাকা চাচাতো বোন রেহানা তাকে উদ্ধার করতে গিয়ে সেও ডুবে যায়। পরে পরিবারের লোকজন তাদের উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের দু'জনকে মৃত ঘোষণা করেন।
ভোলার ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) মো. শেখ ফরিদ উদ্দিন জানান, ঘটনাটি আমরা শুনেছি। তবে বিষয়টি মর্মান্তিক।