শিরোনাম

South east bank ad

নাটোরে চোলাই মদসহ দুইজন আটক

 প্রকাশ: ০৯ অক্টোবর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

মো: রবিউল ইসলাম, (নাটোর):

নাটোরে বিপুল পরিমাণ চোলাই মদসহ দুইজনকে আটক করেছে র‌্যাব।

শনিবার (৯ অক্টোবর) সকাল সাড়ে আটটার দিকে নাটোর সদর উপজেলার তেলকুপী পাঁচানীপাড়া এলাকা থেকে তিন হাজার সাতশত লিটার চোলাই মদ সহ দুইজনকে আটক করে র‌্যাব।

আটকৃতরা হলেন- নাটোর সদর উপজেলার তেলকুপি পাঁচানী পাড়া এলাকার শ্রী লাল চাঁন পাহান এর ছেলে শ্রী শ্যামল পাহান (৪০) ও একই এলাকার শ্রী বাসু পাহান এর ছেলে শ্রী প্রসেনজিৎ পাহান (২৫)।

র‌্যাব-৫ সিপিসি-২ নাটোর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর সানরিয়া চৌধুরী জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কোম্পানি কমান্ডার মেজর সানরিয়া চৌধুরী এবং কোম্পানী উপ-অধিনায়ক অতিঃ পুলিশ সুপার ফরহাদ হোসেন এর নেতৃত্বে শনিবার (৯ অক্টোবর) সকাল সাড়ে আটটার দিকে সদর উপজেলার তেলকুপী পাঁচানীপাড়া এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে।

এসময় চোলাইমদ তৈরী, সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে তিন হাজার সাতশত লিটার চোলাই মদ সহ শ্রী শ্যামল পাহান (৪০) ও শ্রী প্রসেনজিৎ পাহান (২৫)কে আটক করা হয়। চোলাইমদ পঁচনশীল, দুর্গন্ধযুক্ত ও বহনের অযোগ্য হওয়ায় মাদক দ্রব্যনিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ২৯(৩) ধারা অনুযায়ী ঘটনাস্থলে সাক্ষীদের উপস্থিতিতে নষ্ট করা হয়।

পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর নাটোর সদর থানায় হস্তান্তর করা হয়।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: