মাধবপুরে নির্মাণ শ্রমিকের করুণ মৃত্যু!
শেখ জাহান রনি, (মাধবপুর) :
হবিগঞ্জের মাধবপুরে বাদশা কোম্পানির (পাওনিয়ার ডেনিম) নির্মাণ কাজের স্টিলের কাজ করার সময় উপড় থেকে পড়ে গিয়ে সোহেল মিয়া (২৮) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
নিহত সোহেল মিয়া নেত্রকোনা জেলার বড়ধলা উপজেলার বিষমপুর গ্রামের আব্দুস সামোদ এর ছেলে।
শনিবার (০৯ অক্টোবর) দুপুর ১২:৩০ মিনিটে বাদশা কোম্পানিতে স্টিলের কাজ করার সময় ১ নির্মাণশ্রমিকের মৃত্যু হয়।
নিহত নির্মাণশ্রমিকের ভাই খাইরুল মিয়া জানান, স্টিলের কাজ করার সময় আনুমানিক ৪০ ফুট উপর থেকে হঠাৎ অসাবধানতায় পরে গিয়ে মাথায় পন্ড আঘাতে তার মাথায় ও কানে রক্ত পাত শুরু হয়। পরে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক অদিতি রায় তাকে মৃত ঘোষণা করেন। তিনি বলেন মাথায় আঘাত পেয়ে অতিরিক্ত রক্ত ক্ষরন হয়ে মৃত্যু হয়েছে।