ত্রিশাল ইউপিতে নৌকার মনোনয়ন প্রত্যাশী জাকিরের গণসংযোগ
আব্দুল্লাহ আল ফাহাদ, (ত্রিশাল) :
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ৬নং ত্রিশাল ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদে নৌকার মনোনয়ন প্রত্যাশী জাকির হোসাইন ব্যাপক গণসংযোগ অব্যাহত রেখেছেন।
তিনি দীর্ঘদিন যাবৎ আওয়ামীলীগের দলীয় রাজনীতির সাথে সম্পৃক্ত থেকে কাজ করে যাচ্ছেন। ১৯৯৬ সালে জাতীয় সংসদ নির্বাচনে নৌকার পক্ষে সক্রিয় অংশগ্রহনের মাধ্যমে রাজনীতিতে পদার্পন তিনি।
প্রথমে ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃত্ত থাকলেও এখন আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত থেকে কাজ করছেন। একজন বিচক্ষন রাজনীবিদ হিসেবে এলাকায় পরিচিতি লাভ করে উঠেন।
২০০১ সালে জোট সরকার বিরোধী আন্দোলনে সব সময় মাঠে কাজ করেছেন। ২০২১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত একাধিক মিথ্যা মামলায় হয়রানি স্বীকার হয়েছেন জাকির হোসেন। ত্রিশাল উপজেলা ছাত্রলীগের সদস্য হিসেবে ২০১৪ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। তিনি অসংখ্য মসজিদ, মাদ্রাসা, সহ সামাজিক উন্নয়নে অবদান রেখে চলছেন।
জাকির হোসেন জানান, আওয়ামীলীগ সভানেত্রী ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি দলীয় প্রতীক নৌকা আমাকে দেন তবে ইনশাল্লাহ ত্রিশাল উপজেলার সদর ইউনিয়নে নৌকার বিজয় নিশ্চত করতে পারবো ইনশাল্লাহ।