শিবগঞ্জের দুর্গাপূজায় ৬০টি মন্ডপে তিন স্তরের নিরপত্তা
প্রদীপ মোহন্ত, (বগুড়া) :
শিল্পীর তুলির আঁচড়ে একটু একটু করে ফুটে উঠছে দেবী দুর্গার রূপ, সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার প্রস্তুতি। প্রতিমা গড়তে দিনরাত এক করে কাজ করছে শিল্পীরা। কোথাও কোথাও এরইমধ্যে শুরু হয়েছে রঙতুলির কাজ। সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা আগামী ১১ অক্টোবর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হতে যাচ্ছে। পূজার সময় ঘনিয়ে আসায় শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন প্রতিমাশিল্পীরা। খড়, কাঠ, সুতা আর মাটি দিয়ে দুর্গাসহ নানা প্রতিমার কাঠামো তৈরী শেষে এখন চলছে প্রতিমায় রঙ দেয়ার কাজ। শিল্পী নিপুণ হাতে রঙ তুলির আঁচড়ে ফুটিয়ে তুলছেন দেবী দুর্গা, সরস্বতী, লক্ষ্মী, গণেশসহ নানা প্রতিমা।
শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্নভাবে উদযাপনের লক্ষে শিবগঞ্জে আসন্ন আইনশৃঙ্খলা বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে শিবগঞ্জ থানা পুলিশের আয়োজনে থানার সভা কক্ষে এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম।
সভায় বক্তব্য রাখেন পুলিশ পরিদর্শক (তদন্ত) হাসমত উল্লাহ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রাম নারায়ণ কানু, সাধারণ সম্পাদক সুবীর দত্ত, এসআই বিরঙ্গ, বিমল রায়, শ্যামল মদক, নয়ন সরকার, পরিতোষ সাহা, বিনয় কৃষ্ণদাস প্রমুখ।
মত বিনিময় সভায় উপজেলার ১২টি ইউনিয়ন ও পৌরসভার ৬০ মন্ডপে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
হিন্দু ধর্মের বিশ্বাস ও পঞ্জিকা মতে, এ বছর দেবী দুর্গা দূর কৈলাশ ছেড়ে পিতৃগৃহ মর্ত্যধামে আসবেন ঘোটকে বা ঘোড়ায় চড়ে। বিজয়া দশমীতে দোলায় চড়ে দেবী বিদায় নেবেন। এর অর্থ প্রাকৃতিক বিপর্যয়, রোগ—শোক, হানাহানি, মারামারি, সামাজিক, রাজনৈতিক ও সাংসারিক ক্ষেত্রে অস্থিরতা প্রকাশ পাবে।
শিবগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রাম নারায়ণ কানু, জানান, দুর্গাপূজাতেই আমরা সবচেয়ে বেশি আনন্দ করে থাকি, এই উৎসবের অপেক্ষায় থাকে সনাতন ধর্মাবলম্বীরা। করোনার কারণে গত বছরে পূজা হলেও উৎসব হয়নি, তবে এবারে করোনার প্রকোপ কমে যাওয়ায় আমরা আশা করছি সকলে মিলে আনন্দ উৎসব উপভোগ করতে পারবো।
শিবগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুবীর দত্ত, জানান, তারা প্রতিটি মন্ডপে হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি মেনে চলতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবে।
শিবগঞ্জ থানার ওসি সিরাজুল ইসলাম জানান, পূজা উদযাপনে প্রতিটি ম-পে ৩ স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নির্বিঘেœ সুষ্ঠ ও সুন্দর পরিবেশে স্বাস্থ্যবিধি মেনে পূজা উদযাপনে ইতিমধ্যেই প্রস্তুতি সভা করা হয়েছে।