শিরোনাম

South east bank ad

মাধবপুরে চা শ্রমিকদের মাঝে প্রধানমন্ত্রী উপহার চেক বিতরণ

 প্রকাশ: ০৮ অক্টোবর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

শেখ জাহান রনি, (মাধবপুর) :

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে এককালীন আর্থিক অনুদান, অনগ্রসর শিক্ষার্থীদের শিক্ষা উপবৃত্তি, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক বরাদ্দকৃত অনুদান বন্টন‌ এবং মন্ডপ ও মন্দির সংস্কার জন্য প্রধানমন্ত্রীর উপহার আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়।

শুক্রবার (০৮ সেপ্টেম্বর) সকাল ১১টা ৩০ মিনিটে উপজেলা পরিষদ মিলনায়তন (স্বচ্ছতা) কক্ষে চেক বিতরণের সভা অনুষ্ঠিত হয়। আয়োজনে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়।

প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা প্রশাসক ইশরাত জাহান, সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম মঈন, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পৌরসভার মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান মানিক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহিউদ্দিন আহমেদ। অনুষ্ঠান সঞ্চালনায় করেন উপজেলা সমাজ-সেবা কর্মকর্তা মোঃ আশরাফ আলী।

জেলা প্রশাসক ইশরাত জাহান বলেন, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ। এদেশে সকল ধর্ম-বর্ণের মানুষ ভেদাভেদ ভুলে এক সাথে বসবাস করে। বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল এদেশ একটি অসাম্প্রদায়িক দেশ হবে। তার এই স্বপ্ন আমরা সকলে মিলে বাস্তবায়িত করব।

অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে ব‍্যক্তব রাখেন শাহজাহান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল হোসেন খাঁন, উপজেলা যুবলীগের সভাপতি ফারুক পাঠান, কাউন্সিলর দুলাল খাঁ, সাংবাদিক শংক পাল সুমন, পৌর ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সভাপতি সুজন রায়, পৌর পূজা উদযাপন কমিটি সভাপতি দুলাল মোদক, উপজেলা পূজা উদযাপন কমিটি সাধারণ সম্পাদক লিটন রায় সহ প্রমূখ।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: