দুর্গাপুজা উপলক্ষে মেয়রের অনুদান প্রদান
এস.এম রফিকুল ইসলাম রফিক, (দুর্গাপুর) :
আসন্ন শারদীয় উৎসব দূর্গাপুঁজা উপলক্ষে দুর্গাপুর পৌর মেয়র আলা উদ্দিন আলাল’র ব্যক্তিগত উদ্যোগে ৮ অক্টোবর শুক্রবার বিকালে উপজেলা পরিষদ সোমেশ্বরী হলরুমে ফৌরসভার ২৫টি পূজাঁমন্ডপ কমিটির সভাপতি-সাধারণ সম্পাদক,রাজনৈতকি ব্যক্তিত্ব,মিডিয়া কর্মী ও স্থানীয় সূধী সমাজের উপস্থিতিতে এই মতবিনিময় সভা ও অনুদান প্রদান কর্মকান্ডের আয়োজন করা হয়।
মিঃ ধনেশ পত্রনবীশ এর সঞ্চালনায় সভায় আলোচনায় অংশনেন আওয়ামীলীগ উপজেলা কমিটি সভাপতি মোঃ আলাল উদ্দিন আল আজাদ,সাধারণ সম্পাদক মোঃ সাজ্জাদুর রহমান সাজ্জাদ,আওয়ামীলীগ নেতা মোঃ মজিবুর রহমান,পুজাঁ উদ্যাপন উপজেলা কমিটি সভাপতি অ্যাড: মানেশ সাহা,অ্যাড: বিমল চন্দ্র সাহা,প্রেসক্লাব সভাপতি এস.এম রফিকুল ইসলাম রফিক,পুজা কমিটির সভাপতি ধীরেশ পত্রনবীশ,রঞ্জিত সেন প্রমুখ।
আলোচনা শেষে মেয়র আলাল তার ব্যক্তিগত তহবিল থেকে ২৫টি পুজামন্ডপে প্রতিটিতে ২০(বিশ)হাজার টাকা করে অনুদান প্রদান করেণ।