বাগেরহাটে বিশ্ব ডিম দিবস পালিত
বাগেরহাট প্রতিনিধি :
'প্রতিদিন ডিম খাই, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াই'-এই প্রতিপাদ্যকে সামনে রেখে র্যালী আলোচনা সভার মধ্যদিয়ে বাগেরহাটে বিশ্ব ডিম দিবস পালিত হয়েছে।
শুক্রবার সকালে জেলা প্রাণী সম্পদ অফিসের সামনে থেকে একটি র্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে প্রাণী সম্পদ অফিস মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ লুৎফর রহমান, ক্যাবের বাগেরহাটের জেলা সভাপতি সাংবাদিক বাবুল সরদার, বাগেরহাট আঞ্চলিক হাস প্রজনন কেন্দ্রের সিনিয়র সহকারী পরিচালক এ এফ এম ফয়জুল ইসলাম, উপসহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা সেখ ইকরামুল কবির, সফল খামারী সেখ জাহিদ হোসেন, খামারী রুহুল আমিন প্রমুখ।
এসময় খামারি, ডিম উৎপাদনকারী, সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বক্তরা, নিরাপদ ডিম উৎপাদন, বাজার ব্যবস্থার উন্নয়ন, রাসায়নিক ও ক্ষতিকর ঔষধের ব্যবহার কমিয়ে অর্গানিক পদ্ধতির উপর গুরুত্ব আরোপ করা হয়।