চলনবিলের বক পাখি নতুন জীবন পেলো
মো: রবিউল ইসলাম, (নাটোর):
নাটোরের সিংড়ায় নতুন করে জীবন পেল আরো ৩৫ বকপাখি। বৃহস্পতিবার সকালে পরিবেশ কর্মীরা চলনবিলের দুর্গম এলাকায় অভিযান চালিয়ে শিকারীদের কবল থেকে এই বকপাখিগুলি উদ্ধার করে।
এসময় শিকারীদের ফেলে যাওয়া তিনটি ফাঁদ ও কিল্লাঘর ভেঙ্গে গুড়িয়ে দেয় পরিবেশ কর্মীরা। পরে উদ্ধারকৃত বকপাখিগুলোকে মুক্ত আকাশে অবমুক্ত করলে পাখিগুলি নতুন করে জীবন ফিরে পায়।
চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জানান, বৃহস্পতিবার সকালে সিংড়া উপজেলার বলিয়াবাড়ি বিলের ধানক্ষেতের হাটুপানিতে অভিযান চালিয়ে পাখি ধরার ৩টি কিল্লা ঘর থেকে ৩৫টি বকপাখি উদ্ধার করা হয়।
অভিযানের খবর আগেই টের পেয়ে তিন পাখি শিকারী ২কিলোমিটার কাঁদাপানি মাড়িয়ে পালিয়ে যায়। পিছু ধাওয়া করেও তাদের নাগাল পায়নি পরিবেশ কর্মীরা। উদ্ধারকৃত পাখিগুলো পরে উপজেলা প্রশাসনিক ভবনের সামনে অবমুক্ত করা হয়। ধ্বংস করা হয় কিল্লা ঘর ও ফাঁদ।
পাখি অবমুক্তকালে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শফিকুল ইসলাম, ইউএনও এম.এম সামিরুল ইসলাম, সিংড়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার জামিল আকতার, ভাইস চেয়ারম্যান কামরুল হাসান, চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সভাপতি অধ্যাপক আখতারুজ্জামান, সহ-সভাপতি হাসান ইমাম, সাধারন সম্পাদক সাইফুল ইসলাম, কলম প্রকৃতি ও পরিবেশ রক্ষা কমিটির সভাপতি হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, পরিবেশকর্মী জুবায়ের হক প্রমূখ।
বক্তারা চলনবিলে আরো বেশি জনসচেতনতা সৃষ্টির তাগিদ দেন।