নকলায় চার উপসহকারি কৃষি কর্মকর্তার যোগদান
শেখ সাঈদ আহম্মেদ সাবাব, (শেরপুর) :
শেরপুরের নকলায় উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ে চার উপসহকারি কৃষি কর্মকর্তা যোগদান করেছেন। বুধবার (৬অক্টোবর) দুপুরে আনুষ্ঠানিক ভাবে তাদের ফুল দিয়ে বরণ করে নেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল ওয়াদুদ।
যোগদানকৃত উপসহকারি কৃষিকর্মকর্তারা হলেন, হুমায়ন কবীর, আতিকুর রহমান, মো. ওয়ালী উল্লাহ ও মেসতাহুল জান্নাত। এরা সবাই চাকুরীর প্রথম কর্মস্থল হিসেবে নকলায় যোগদান করেছেন।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল ওয়াদুদ জানান, উপসহকারি কৃষি কর্মকর্তা হুমায়ন কবীরকে বানেশ্বদী ইউনিয়নের বানেশ্বর্দী ব্লক, আতিকুর রহমানকে গৌরদ্বার ইউনিয়নের পাইস্কা ব্লক, মো. ওয়ালী উল্লাহকে গনপদ্দি ইউনিয়নের গনপদ্দি ব্লক ও মেসতাহুল জান্নাতকে নকলা ইউনিয়নের নকলা ব্লকের দায়িত্ব দেওয়া হয়েছে। এরা সবাই নতুন। প্রথম কর্মস্থল নকলায়।