বরগুনায় টেনিস বলে মিললো ইয়াবা, আটক-২
এম.এস রিয়াদ, (বরগুনা) :
বরগুনায় টেনিস বলের মধ্যে ৩২০ পিস ইয়াবা পাচারের সময় দুজনকে আটক করেছে বরগুনা ডিবি পুলিশ ।
বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে সদরের বদরখালী ইউনিয়নের ফুলঝুরি বাজার থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার হাবিবুর রহমানের ছেলে বশির উদ্দিন এবং বরগুনার বামনা উপজেলায় ফারুক দফাদারের ছেলে মোঃ রুবেল।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে- অনেকদিন ধরেই এরা নানা কৌশল অবলম্বন করে ইয়াবার ব্যবসা করত। গোপন তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশ জানতে পেরে ফুলঝুরি বাজারে অভিযান চালাকালে ইয়াবা বিক্রি করা অবস্থায় হাতেনাতে তাদের আটক করা হয়।
এসময় অভিযান চালিয়ে তাদের কাছ থেকে টেনিস বলে মোড়ানো ৩২০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।
এ বিষয়ে বরগুনার ডিবি পুলিশের ওসি আব্দুর রহমান বলেন- টেনিস বলে করে ইয়াবা বিক্রি করতো এই দুই ইয়াবা বিক্রেতা।
তিনি আরও বলেন- গোপন সংবাদের ভিত্তিতে আমাদের একটা টিম অভিযান চালিয়ে হাতেনাতে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আদালতের মাধ্যমে এ দুই মাদক ব্যবসায়ীকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।