শিরোনাম

South east bank ad

চিকিৎসকদের বিশ্রামাগারে মাদক সেবন

 প্রকাশ: ০৭ অক্টোবর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

সুনান বিন মাহাবুব, (পটুয়াখালী) :

পটুয়াখালীর বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসকদের বিশ্রামাগারে মাদক সেবন নিয়ে সুশীলসমাজে তীব্র সমালোচনা-বিতর্কের সৃষ্টি হয়েছে ।

জানা যায়, চলতি বছরের ১৪ সেপ্টেম্বর রাত ১১টার দিকে ওই বিশ্রামাগারের ভেতরে মাদকসেবনের দৃশ্য ধারণ করা হয় একটি ভিডিওতে। ওই ভিডিও ক্লিপে দেখা যায় জরুরি বিভাগের চিকিৎসক উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার আবুল বাশারের হাতে তাস তিনি খেলার প্রস্তুতি নিচ্ছেন। তারই পাশে বসা পরিবার পরিকল্পনা পরিদর্শক মো. মুনিবুর রহমান মাদক সেবন করছেন । তার পাসে বসে আছেন বহিরাগত এক যুবক। বহিরাগত ওই যুবক এর আগে ইয়াবাসহ পুলিশের হাতে আটক হয়েছিলেন। ভিডিওটি দেখে বিষয়টি নিশ্চিত করেন হাসপাতালের সামনে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত একাধিক ব্যক্তি।

সংশ্লিষ্ট সূত্র জানায়, মাঝে-মধ্যেই জরুরি বিভাগে কর্তব্যকালীন ওই বিশ্রামাগারে মাদকের আসর বসান উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার আবুল বাশার। সঙ্গে থাকেন বহিরাগত মাদকসেবীরা।

এদিকে ওই ভিডিও বিষয় আবুল বাশার ও মুনিবুর রহমান কিছুই জানেন না বলে জানায় ।

বাউফলের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রশান্ত কুমার সাহা বলেন, তদন্তসাপেক্ষে অভিযুক্তদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

বাউফল থানার ওসি আল মামুন বলেন, বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরে মাদকের আসর বসার বিষয়টি দুঃজনক। এ বিষয়ে শিগগিরই হাসপাতালে অভিযান পরিচালনা করা হবে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: