শিরোনাম

South east bank ad

চসিক মেয়রের সাথে এন্যার্জিট্রন অস্ট্রেলিয়া প্রতিনিধি দলের সাক্ষাত

 প্রকাশ: ০৭ অক্টোবর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

সকল সংযোগ লাইন মাটির নীচে দিয়ে নিতে প্রস্তাব

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরীর সাথে এন্যার্জিট্রন অস্ট্রেলিয়া (Energytron Australia)’র একটি প্রতিনিধি দল বুধবার দুপুরে টাইগারপাসস্থ কর্পোরেশনের অস্থায়ী কার্যালয়ে মেয়র দপ্তরে সৌজন্য সাক্ষাত করেন। এন্যার্জিট্রন প্রতিনিধি দল বিপিডিসি আন্ডারগ্রাউন্ড প্রকল্পের বিষয়ে মেয়রকে অবহিত করেন। তারা মেয়রকে জানান, নগরায়নের কারণে আধুনিক বিশ্বে কোথাও শহর বন্দরের কোথাও সড়কের উপর কোন বিদ্যুতের খুঁটি, ইন্টারনেট, ক্যাবল অপারেটরের ক্যাবল ঝুলন্ত অবস্থায় থাকেনা। যা শুধুমাত্র বাংলাদেশে দেখা যায়। এধরণের ঝুলন্ত বৈদ্যুতিক, ইন্টারনেট ও ক্যাবল অপারেটরের সংযোগ ক্যাবল ও বিদ্যুতের খুঁটি একদিকে যেমন জঞ্জালে সৃষ্টি করে অপরদিকে ঝুঁকিপূর্ণ। এসব ক্যাবল ও খুঁটির কারণে যেকোন সময় নগরীতে বড় ধরণের দুর্ঘটনার শংঙ্কা উড়িয়ে দেয়া যায় না। এন্যার্জিট্রন কর্মকর্তারা এ বিষয়ে একটি সম্ভাব্যতা যাচাই করে দেখবে বলে মেয়রকে অবহিত করেন। তারা এ ব্যাপারে বিদ্যুৎ উন্নয়ন কর্তৃপক্ষ, ওয়াসা, চউক সহ সব সেবা সংস্থার সাথে আলাপ করবে বলে জানান। মেয়র তাদের প্রস্তাবে সায় দিয়ে প্রশংসা করে বলেন, উন্নত বিশ্বে সবকিছুর সংযোগ লাইন মাটির তলদেশে স্থাপিত হয়। বাংলাদেশেও তা করা সম্ভব হলে এর সুফল পাওয়া যাবে। যেখানে আমরা ট্যানেলের মত উন্নত প্রযুক্তি চালুর মাধ্যমে যোগাযোগ ব্যবস্থাকে আধুনিকায়ন করছি, সেখানে মাটির উপরে কোন সংযোগ লাইন না রাখলে নগরীর সৌন্দর্য্য বহুগুণ বৃদ্ধি পাবে। তিনি এন্যার্জিট্রন কর্মকর্তাদের সব সংযোগ লাইন খুঁটি অপসারণ করলেও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সড়কবাতির খুঁটি যাতে অপসারণ করা না হয় সে বিষয়টি বিবেচনায় রাখতে বলেন, না হলে আলোকায়ন কাজ ব্যাহত হবে।

এসময় মেয়রের একান্ত সচিব মো. আবুল হাশেম, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) রেজাউল বারী ভূঁইয়া, বিপিডিবি আন্ডারগ্রাউন্ড প্রকল্পের উপদেষ্টা এ.কে.এম মোস্তফা কামাল, ডেপুটি টিম লিডার মো. আশরাফুল আলম, প্রকল্প ম্যানেজার মি. ক্রিস, ফিল্ড ম্যানেজার ফয়সাল খান, ফিল্ড সার্ভেয়ার আনিসুর রহমান, নাঈম সাব্বির রাসেল উপস্থিত ছিলেন।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: