শিরোনাম

South east bank ad

ভ্রাম্যমাণ আদালতে তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

 প্রকাশ: ০৭ অক্টোবর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

মো: ফেরদৌস রহমান, (আড়াইহাজার) :

দেশের সবখানে দিনের পর দিন বাড়ছে মাদক কিংবা ইয়াবা চোরাকারবারির সংখ্যা। ফলে, দেশের ভাবমূর্তি যেমন বিদেশে নষ্ট হচ্ছে, সেই সাথে ধ্বংস হচ্ছে দেশের মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। দেশের মাদক ব্যবসার হার বেড়েই চলছে।

নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলায়, মাদক ব্যবসায়ীদের গ্রেফতারে মাঠে নামলেন আড়াইহাজারের সহকারী কমিশনার ভুমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাখী ছেপ। মাঠে নেমেই তিনি ৩ জনকে পাকরাও করলেন। ফলে মাদক ব্যবসায়ী ও শেল্টার দাতাদের মধ্যে আতংক দেখা দিয়েছে। ইতিপূর্বে খুব কম ম্যাজিস্ট্রেটই এই ভাবে সারাসরি মাদক ব্যবসায়ী গ্রেফতারে মাঠে নামতে দেখা গেছে।

আড়াইহাজারে ৩ মাদক ব্যবসায়ীর প্রত্যেককে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। বুধবার বিকালে উপজেলার গোপালদী পৌরসভার উলুকান্দী এলাকায় সহকারী কমিশনার ভুমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাখী ছেপ নিজে অভিযান চালিয়ে গাঁজা বিক্রি ও সেবন কালে ৩ জনকে হাতে-নাতে আটক করে জনস্মুখে এই সাজা প্রদান করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট শাখী ছেপ জানান, "গোপনে আমাদের নিকট খবর আসে উপজেলার গোপালদী পৌরসভার উলুকান্দি পূর্বপাড়া গ্রামে একদল লোক গাঁজা বিক্রি ও সেবন করছে। এই খবরের ভিত্তিতে তাৎক্ষনিক অভিযান চালিয়ে একজন নারীসহ ৩ জনকে আটক করা হয়। পরে আটকৃকতদের রামচন্দ্রদী জনম্মুখে এনে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রত্যেককে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১শত টাকা জরিমানা আদায় করা হয়। সাজাপ্রাপ্তরা হলেন, উলুকান্দী পূর্বপাড়া গ্রামের রহিমের ছেলে রমযান আলী (২২), একই গ্রামের রহমানের ছেলে আলআমিন (২০) ও মান্নানের স্ত্রী রুবি বেগম (৪০)। অভিযানে সহযোগিতা করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর ও আড়াইহাজার থানা পুলিশ।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: