শিরোনাম

South east bank ad

জমালপুরে জেলা পুলিশের মাসিক অপরাধ সভা ও পুরষ্কার বিতরণ

 প্রকাশ: ০৬ অক্টোবর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

শামীম আলম, (জামালপুর) :

জামালপুর জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা ও বিভিন্ন ক্যাটাগরিতে পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৬ অক্টোবর) দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে মাসিক অপরাধ পর্যালোচনা সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অপরাধ সভায় পুলিশ সুপার মহোদয় সকল থানার অফিসার ইন-চার্জদের উদ্দেশ্যে সনাতন ধর্মাবলম্বীদের বড় উৎসব শারদীয় দুর্গাপুজা উপলক্ষে বিশেষ দিক -নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। এছাড়াও থানা এলাকায় সার্বিক আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখার লক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করার নির্দেশ প্রদান করেন।

অপরাধ সভা শেষে অভিন্ন মান দন্ডের আলোকে পুলিশ হেডকোয়ার্টার'স কতৃক প্রণীত বিভিন্ন ক্যাটাগরিতে পুরষ্কার বিতরণ করা হয়। এসময় সেপ্টেম্বর/২১ মাসে জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে মোঃ রেজাউল ইসলাম খান (ওসি জামালপুর সদর), শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক হিসেবে মোঃ দেলোয়ার হোসেন ,পুলিশ পরিদর্শক (তদন্ত),জামালপুর থানা, শ্রেষ্ঠ এসআই হিসেবে খায়রুল ইসলাম (জামালপুর থানা), শ্রেষ্ঠ এএসআই হিসেবে মোঃ নিজাম উদ্দিন (জামালপুর থানা), শ্রেষ্ঠ ওয়ারেন্ট নিষ্পত্তিকারী অফিসার এএসআই সুজন মিয়া (মাদারগঞ্জ থানা) কে পুরষ্কৃত করা হয়।

অপরদিকে ভালো কাজের স্বীকৃতি স্বরুপ ৩০ টি ক্যাটাগরিতে মোট এক লক্ষ দুই হাজার পাঁচশত টাকা বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদের মাঝে পুরস্কার বিতরণ করেন পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ।

উক্ত অপরাধ সভা জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: