আইন অমান্য করে ইটভাটা স্থাপনে জরিমানা
মশিউর রহমান কাউসার, (গৌরীপুর) :
ময়মনসিংহের গৌরীপুরে আইন অমান্য করে ইটভাটা স্থাপন ও ইট প্রস্তুতের অভিযোগে স্থানীয় শাপলা ব্রিকসকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার (৬ অক্টোবর) দুপুরে অভিযান পরিচালনা করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসা: নিকহাত আরা এ দন্ড দেন।
এ বিষয়ে নিশ্চিত করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোসা: নিকহাত আরা সাংবাদিকদের জানান, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন-২০১৩ বাস্তবায়ন নিশ্চিতকরণে ভ্রাম্যমান আদালতের এ অভিযান পরিচালিত হয়। এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
ভ্রাম্যমান আদালত পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন গৌরীপুর থানা পুলিশ।