South east bank ad

আজ বগুড়ায় অর্ধদিবস পরিবহন চলাচল বন্ধ

 প্রকাশ: ০৬ অক্টোবর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

প্রদীপ মোহন্ত, (বগুড়া) :

বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা উপলক্ষে বৃহস্পতিবার (৭ অক্টোবর) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত জেলার সকল রুটে বাস-মিনিবাস, সিএনজিচালিত অটোরিকশা চলাচল বন্ধ থাকবে।

বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল হামিদ মিটুল জানান, সংগঠনের সদস্য শ্রমিকরা যাতে সাধারণ সভায় অংশগ্রহণ করতে পারে সেজন্যই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আব্দুল হামিদ মিটুল বলেন, যেসব ট্রাক চালক মোটর শ্রমিক ইউনিয়নের সদস্য তারাও তাদের ট্রাক চলাচল বন্ধ রাখবে। তবে বগুড়ার ওপর দিয়ে ঢাকা এবং রাজশাহীসহ বিভিন্ন রুটে চলাচলকারী অন্য জেলার বাস চলাচল অব্যাহত থাকবে। বগুড়া থেকে ঢাকা রুটে চলাচলকারী বাসগুলো বন্ধ থাকবে কি-না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সাধারণ সভা চলাকালে সব পরিবহনের কাউন্টার বন্ধ থাকবে। অবশ্য একাধিক পরিবহন সংস্থার কাউন্টারে যোগাযোগ করে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ১০টার আগ পর্যন্ত ঢাকাগামী বাসগুলো বগুড়া ছেড়ে যাবে। তারপর বাস চলাচল বন্ধ করা হবে এবং সন্ধ্যার পর থেকে যথারীতি আবার চলাচল করবে।

উত্তরাঞ্চলে পরিবহন খাতে সবচেয়ে বড় বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নে প্রায় ২২ হাজার সদস্য রয়েছেন। তাদের মধ্যে ১৬ হাজার ৯০১জন তাদের পরিচয়পত্র হালনাগাদ করে সংগঠনের লাল কার্ড সংগ্রহ করেছেন। মোটর শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ বলছেন, লাল কার্ডধারী শ্রমিকরাই বৃহস্পতিবার শহরের ভবের বাজার ট্রাক টার্মিনাল চত্বরে আয়োজিত সংগঠনের ত্রি-বার্ষিক সাধারণ সভায় অংশগ্রহণের সুযোগ পাবেন।

পূর্ব ঘোষিত বৃহস্পতিবারের সাধারণ সভায় প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি শাজাহান খান। প্রধান বক্তা থাকবেন একই সংগঠনের সাধারণ সম্পাদক ওসমান আলী। বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল হামিদ মিটুল জানান, সাধারণ সভায় নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হবে এবং সেই কমিটি নির্বাচনের জন্য তফশিল ঘোষণা করবেন।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: