অবৈধ বালু উত্তোলনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
শেখ সাঈদ আহম্মেদ সাবাব, (শেরপুর) :
শেরপুরের নালিতাবাড়ীতে অবৈধভাবে বালু উত্তোলন করায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে স্যালুচালিত দুইটি মিনি ড্রেজার, ৩৫০ ফুট পাইপ ও প্রায় ৫০ হাজার ঘনফুট বালু জব্দ করেছে শেরপুরের নালিতাবাড়ী উপজেলা প্রশাসন।
বুধবার (৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হেলেনা পারভীন এ অভিযান পরিচালনা করেন।
উপজেলা নির্বাহী অফিসার জানান, উপজেলার বরুয়াজানি গ্রামস্থ কারকরকান্দি-বাঘাইতলা সড়কের পাশে দর্শা খাল ও আশপাশের জমি খুঁড়ে অবৈধভাবে বালু উত্তোলন করছিল হসানুজ্জামান খোকন ওরফে পিচ্চি খোকন। সংবাদ পেয়ে বুধবার বেলা এগারোটার দিকে ওই স্থানে ভ্রাম্যমাণ আদালকত পরিচালনা করা হয়। অভিযানের বিষয়টি টের পেয়ে বালু উত্তোলনে জড়িতরা পালিয়ে গেলেও তাদের রেখে যাওয়া স্যালুচালিত দুইটি মিনি ড্রেজার ও প্রায় ৩৫০ ফুট পাইপ ধ্বংস করা হয়। এছাড়াও উত্তোলিত প্রায় ৫০ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হেলেনা পারভীন জানান, অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।