ঝালকাঠিতে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন
মোঃ রাজু খান, (ঝালকাঠি) :
ঝালকাঠি সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল বাসার খান কর্তৃত কর্তব্যরত একজন স্বাস্থ্যকর্মী নির্যাতন ও লাঞ্ছিত হওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে স্বাস্থ্য সহকারীরা।
মঙ্গলবার দুপুরে ঝালকাঠি প্রেসক্লাবের সামনের সড়কে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারী এসোসিয়েশন।
মানববন্ধন চলাকালে বক্তব্য দেন, বাংলাদেশ স্বাস্থ্য সহকারি এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. জিয়াউল হাসান কাবুল, ঝালকাঠি জেলা শাখার সভাপতি মো. জোবায়ের হোসেন, স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ মো. জসীম উদ্দিন, সহকারি স্বাস্থ্য পরিদর্শক সায়িদা সুলতানা। অভিযুক্ত ইউপি চেয়ারম্যানের যথাযথ বিচার না হলে করোনার ভ্যাকসিন প্রয়োগসহ সকল ধরনের টিকাদান কাজ বন্ধ করে দেয়ার হুমিয়ারী দেন বক্তারা।
প্রসংগত, গত ২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে ঝালকাঠি সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়নে করোনার গণটিকাদান কর্মসূচি অনুষ্ঠানে স্বাস্থ্য সহকারী এনায়েত করিমকে লাঞ্চিত করে ইউপি চেয়ারম্যান আবুল বাসার খান।