শিরোনাম

South east bank ad

দুর্গাপুরে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সম্মেলন

 প্রকাশ: ০৬ অক্টোবর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

এস.এম রফিকুল ইসলাম রফিক, (দুর্গাপুর) :

নেত্রকোণার দুর্গাপুর পৌরসভাস্থ বিশিষ্ট ব্যবসায়ি সুমন কুমার সাহা’র স্বপন ফার্মেসী নামীয় দোকানে পরিকল্পিত হামলা ও ভাংচুর এর ঘটনায় সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সম্মেলন করেছেন ভুক্তভোগীর পরিবার। ৬ অক্টোবর বুধবার সকাল ১১টার দিকে স্থানীয় প্রেসক্লাব সভাকক্ষে ঐ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

ভুক্তভোগী সুমন কুমার সাহা সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানান,আমি পৈত্রিক সূত্রে স্বত্বদখলীয় সাড়ে ১০ শতাংশ ভুমির পিছন অংশে পরিবার নিয়ে বসবাস করছি। আর সামনের অংশে স্বপন ফার্মেসী নামীয় ঔষধের দোকানটিতে অত্যন্ত সুনামের সহিত ব্যবসা পরিচালনা করে আসছি। আমার দখলীয় সাড়ে ১০ শতাংশ ভুমির মধ্যে মাত্র ৮শতাংশ ভুমি বিদ্যমান রয়েছে। বাকী ২.৫শতাংশ ভুমি আমার প্রতিবেশী মৃত গোবিন্দ চন্দ্র সাহা’র পুত্র গৌর বল্লব সাহা,প্রভাত সাহা,প্রফুল্ল চন্দ্র সাহা,প্রহল্লাদ সাহা, প্রকাশ চন্দ্র সাহা ও প্রভাত সাহার পুত্র জয় সাহা, প্রকাশ সাহার পুত্র প্রণয় সাহা দীর্ঘদিন যাবত জোরপূর্বক দখলে নিয়ে বসবাস করে আসছে। ঐ জমি নিয়ে সালিসে বসা সার্ভেয়ার দিয়ে মাপ দেয়ার জন্য বলা হলে প্রতিপক্ষরা বিষয়টি আমলে না নিয়ে জোরপূর্বক দেয়াল ঘেষেঁ রাখা ঔষধপত্রাদীর বাইলগুলি সরিয়ে নিতে চাপ প্রয়োগ করেণ। গত ২৪ সেপ্টেম্বর ২০২১ রোজ শুক্রবার সকাল ১১টার দিকে ভাড়াকৃত লোকজন নিয়ে গৌর বল্লব সাহার নেতৃত্বে স্বপন ফার্মেসীর সম্মুখ অংশে অতর্কিত হামলা ও ভাংচুর চালায়,যেটি জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। জোরপূর্বকভাবে দখলকৃত জমি উদ্ধারে স্থানীয়ভাবে উদ্যোগ নিলেও সেটি মানতে নারাজ প্রতিপক্ষরা। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকলেও বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছেন প্রতিপক্ষরা,তাদের করা সংবাদ সম্মেলনের কোন বক্তব্যই ঠিক নয়। ঐ হামলা ও ভাংচুরের পর থেকেই পরিবার-পরিজন নিয়ে নানা ধরণের ভীতি ও শঙ্কায় ভুগছেন বলেও তিনি জানান। সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অসিম কুমার সাহা, মিঠু পন্ডিত, তপন সাহা ও রঞ্জন দাস ।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: