শেখ রাসেল শিশু-কিশোর পরিষদ কর্তৃক বৃক্ষরোপণ কর্মসূচি
মো: ফেরদৌস রহমান, (আড়াইহাজার) :
পরিবেশ রক্ষা করা সকল মানুষের দায়িত্ব। 'পরিবেশ বাঁচলে, বাঁচবে প্রাণ,' এ স্লোগান বুকে ধারণ করে দেশের পরিবেশ সুরক্ষা নিশ্চিতে, নানা প্রজাতির গাছ রোপণে দেশের শিশু ও যুবসমাজের অংশ ভূমিকা পালন করছে।
আড়াইহাজার উপজেলা জাতীয় শেখ রাসেল শিশু-কিশোর পরিষদের কিছু তরুণ ছাত্রদের নেতৃত্বে, খাগকান্দা ইউনিয়ন শেখ রাসেল শিশু-কিশোর পরিষদের কর্মীরা ইউনিয়ন পরিষদ সহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ করেন। এতে অংশগ্রহণ করেন ইউনিয়ন শেখ রাসেল শিশু-কিশোর পরিষদের বেশ কিছু কর্মী। নারায়ণগঞ্জ-২ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম বাবু এমপি, তরুণ প্রজন্মের এমন মহৎ কাজ দেখে আনন্দ প্রকাশ করেন। দেশের ভবিষ্যৎ কর্ণধাররা যখন দেশের নানামুখী কর্মকাণ্ড নিয়ে এভাবে কাজ করে,তখন তা সত্যিকারার্থেই প্রসংশার দাবিদার। নতুন প্রজন্ম পরিবেশ সচেতন হয়ে উঠলে দেশের পরিবেশ সুরক্ষা নিশ্চিত থাকে। সেই সাথে পরিবেশ বিপর্যয় থেকে আশাতীত নিশ্চিত থাকার পথও মিলে। এমন সুন্দর ও সমাজ গঠনের ক্ষুদ্র কাজগুলোকে অনেকেই বৃহৎ করে দেখছেন। এতে করে দেশের অন্যান্য অঞ্চলের যুবকরা উদ্বুদ্ধ হচ্ছে।
এ কাজে উৎসাহ উদ্দীপনা যোগদানকারী হলেন - আড়াইহাজার উপজেলা শেখ রাসেল শিশু-কিশোর পরিষদের সভাপতি মাহদী হাসান রিফাত। ছোটবেলা থেকেই মেধাবী ছাত্র হিসাবে গড়ে ওঠেন। নিজের মেধা আর প্রজ্ঞা দ্বারা আজকে শিশু ও তরুণ প্রজন্মের কাছে সুপরিচিত মুখ তাঁর। শিশু বান্ধব এ নেতা ও সমাজসেবক ছাত্রছাত্রীদের নিয়ে কাজ করে যাচ্ছেন। তিনি আমাদের জানান যে, " উপজেলা শেখ রাসেল শিশু-কিশোর পরিষদের নেতৃত্বে বিভিন্ন ইউনিয়ন পরিষদে, স্কুল-কলেজে কিংবা মসজিদ, রাস্তার মোড়ে গাছ লাগানো হচ্ছে এবং লাগানোর উদ্যোগও গ্রহণ করা হয়েছে। খাগকান্দা ইউনিয়ন শেখ রাসেল শিশু-কিশোর পরিষদের এ কাজটি সত্যিই মনের খোরাক। এ বয়সে তারা সমাজ ও দেশের কাজে নিজেদের গড়ে তুলছে। এটা গর্বের বিষয়। তাদের সকল কিছুতে আমরা উপজেলা নেতৃবৃন্দ সহযোগী হয়ে থাকবো।”