টিউলিপ সিদ্দিক'র গাড়িতে হামলার প্রতিবাদে বিক্ষোভ
মো: রবিউল ইসলাম, (নাটোর):
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি ও শেখ রেহানার কন্যা ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক এর গাড়িতে হামলার প্রতিবাদে নাটোরের বনপাড়ায় বিক্ষোভ সমাবেশ, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে আওয়ামী লীগ।
বুধবার সকালে বড়াইগ্রাম উপজেলার বনপাড়া বাজারে উপজেলা ও বনপাড়া পৌর আওয়ামী লীগের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন বনপাড়া পৌর মেয়র জাকির হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ। পরে বিক্ষোভ মিছিল সহকারে উপজেলা পরিষদ কার্যালয়ে গিয়ে ইউএনও মাধ্যমে রাষ্ট্রপতি, পররাষ্ট্র মন্ত্রী ও ব্রিটিশ হাইকমিশনে স্মারকলিপি প্রদান করা হয়।