স্বামীকে হাতুড়ি পিটিয়ে হত্যার অভিযোগে দ্বিতীয় স্ত্রী আটক
মো: রবিউল ইসলাম, (নাটোর):
নাটোরের বাগাতিপাড়া স্বামীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগে আটক করা হয়েছে দ্বিতীয় স্ত্রী কানিজ ফাতেমাকে।
মঙ্গলবার (৫ অক্টোবর) রাতে বাগাতিপাড়া উপজেলার তালতলা এলাকার নিজ বাড়ি থেকে কানিজকে আটক করে পুলিশ।
এর আগে ওইদিন বিকালে সম্পত্তি লিখে না দেয়ায় ক্ষোভে কানিজ তার স্বামী বরাত আলীর মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করলে সে অচেতন হয়ে পড়ে। এসময় কানিজ তার ভাইদের সহায়তায় বরাত আলীর গলায় ওড়না পেচিয়ে ঝুলিয়ে রাখার চেষ্টা করলে মৃত্যু হয় বরাত আলীর। বিষয়টি জানাজানি হলে রাতে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে এবং কানিজকে আটক করে।
নিহত বরাত আলী কাদিরাবাদ ক্যান্টনমেন্ট স্যাপার কলেজের কর্মচারী ছিলেন।
বাগাতিপাড়া থানার ওসি সিরাজুল ইসলাম জানিয়েছেন এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।