নাটোরে ভুয়া র্যাব সদস্য আটক
মো: রবিউল ইসলাম, (নাটোর):
নাটোরের সিংড়া থেকে টিপু সুলতান নামে এক ভুয়া র্যাব সদস্যকে আটক করেছে র্যাব।
মঙ্গলবার রাতে উপজেলার বিলদহর এলাকা থেকে তাকে আটক করা হয়।
র্যাব সদস্য পরিচয়ে গ্রামীণ এলাকার মানুষকে ভয় দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগ পেয়ে র্যাব-৫ নাটোর ক্যাম্পের সদস্যরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয় বলে র্যাবের পক্ষ থেকে জানানো হয়।
আটক টিপু সুলতান একই এলাকার মহসিন আলীর ছেলে। তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।