পূর্বধলায় বিদ্যুৎপুষ্ট হয়ে একজনের মৃত্যু
আব্দুর রহমান, (নেত্রকোনা) :
নেত্রকোনার পূর্বধলায় বিদ্যুৎপৃষ্ট হয়ে রাকিব হোসেন (৫৬) নামে একজনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (৫অক্টোবর) বিকেল ৩টায় উপজেলার ঘাগড়া ইউনিয়নের সুনাইকান্দা গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের মৃত নূর হোসেনের ছেলে।
সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে রাকিব হোসেন নিজ ফিসারিতে মটর সংযোগ স্থাপন করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে স্থানীয় লোকজন টের পেয়ে তাকে উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পূর্বধলা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ শিবিরুল ইসলাম জানান, এ বিষয়ে কোন আপত্তি না থাকায় আইনী প্রক্রিয়া শেষে ময়না তদন্ত ছাড়াই লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।